ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পদ্মাবত মুক্তি পেলে আগুনে ঝাঁপ দিবেন শতাধিক নারী!  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৯, ১৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:৩০, ১৪ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

পদ্মাবত ছবি মুক্তি দিলে আগুনে ঝাঁপ দিয়ে স্বেচ্ছামৃত্যু বরণের হুমকি দিয়েছেন ভারতের চিতোরের নারীদের একাংশ। ফলে ছবির মুক্তির বিষয়টি আরও জটিল আকার ধারণ করেছে। আগামী ২৫ জানুয়ারি পদ্মাবত মুক্তি পাওয়ার কথা রয়েছে।

পদ্মাবতী তথা রানি পদ্মিনীকে নিয়ে রাজপুতদের আবেগ প্রবল। তাই  প্রশাসনের আশঙ্কা, তেমন কিছু ঘটে গেলে তীব্র বিতর্ক তৈরি হবে।

আগুনে পুড়ে মৃত্যুবরণ করা রাজস্থানী ক্ষত্রিয় তথা রাজপুত নারীদের একটি প্রাচীন প্রথা। কথিত আছে, আলাউদ্দিন খলজির হাত থেকে বাঁচতে চিতোরের রানি পদ্মিনী জহরব্রত (আগুনে ঝাপ দিয়ে মৃত্যুবরণ করা) করেছিলেন। সেই ঘটনার কারণেই তিনি দেবীতুল্য।

বিতর্কের মুখে পদ্মাবতী নাম পাল্টে পদ্মাবত নামে নতুন করে ছবি মুক্তির দিন ধার্য করা হয়েছে। আগামী ২৫ জানুয়ারি এই ছবি মুক্তি পাচ্ছে। আর ১৭ জানুয়ারি থেকে রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শনের হুমকি দিয়েছেন বিভিন্ন ক্ষত্রিয় সংগঠনগুলো।

এরই মধ্যে চিতোরে বিশেষ বৈঠক করেছে ওই সংগঠনগুলোর যৌথ মঞ্চ। সেখানে উপস্থিত হয়ে শতাধিক নারী প্রকাশ্যে জহরব্রত বা আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণের হুমকি দেন।

এদিকে চিতোরে সর্বাত্মক প্রতিবাদের ডাক দিয়েছে গোঁড়া রাজপুত সংগঠন-কর্ণী সেনা। তাদের দাবি, এই ছবি রানিকে অপমান করতেই বানানো হয়েছে। ছবিতে আলাউদ্দিন খলজির সঙ্গে পদ্মিনীর প্রেমের সম্পর্ক দেখিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বানশালী। যদিও পরিচালক এই যুক্তি উড়িয়ে দিয়েছেন।

কর্ণী সেনারা ছবি প্রদর্শন বন্ধের দাবিতে রাজস্থানের একাধিক কেল্লায় বিক্ষোভ করে। বন্ধ করা হয়েছে বিভিন্ন কেল্লার ফটক। ফলে দেশি-বিদেশি পর্যটকরা সেখানে প্রবেশ করেতে পারেন নি। রাজ্য সরকার নিরাপত্তার আশ্বাস দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। 

এদিকে বিতর্কের জেরে একাধিকবার আক্রান্ত হয়েছে শ্যুটিং টিম। যে জন্য পিছিয়ে গেছে মুক্তির দিন। শেষপর্যন্ত নাম পরিবর্তন করে ‘পদ্মাবতী’ হয়েছে ‘পদ্মাবত’। এরপরেও বিক্ষোভ থামার লক্ষ্মণ নেই। রাজস্থান জুড়ে চলছে বিতর্ক।

 সুত্র: কোলকাতা-২৪

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি